একাত্তরের কিশোর মুক্তিযোদ্ধা -...

Preview:

DESCRIPTION

বর্তমান বিশ্ব নৈতিকতা ও মানবিকতা বিবেচনায় শিশু ও কিশোরদের সৈনিক হিসেবে ব্যবহারের বিরুদ্ধে সোচ্চার এবং তা যৌক্তিক কারণেই। কিন্তু একাত্তরের পরিস্থিতি ছিল ভিন্ন। পাকিস্তানি পশুরা তখন শিশু, কিশোর, বৃদ্ধ বা নারী সব বিবেচনা বর্জিত রেখে বাঙালি নিধনে ব্যস্ত। তখন পাক হানাদার হটিয়ে দেশমাতাকে মুক্ত করার যুদ্ধে অংশ নিয়েছিল এদেশের অনেক কিশোর, মুক্তিযুদ্ধে তাদের কীর্তিও বিশাল। এই গ্রন্থটিতে কয়েকজন কিশোর মুক্তিযোদ্ধার বীরত্বপূর্ণ কীর্তি বর্ণিত হয়েছে। শ্রুতি থেকে নয়, লেখক নিজের স্মৃতি থেকে তুলে এনেছেন তাঁর কিশোর সহযোদ্ধাদের অসামান্য কীর্তি।একাত্তরের কিশোর মুক্তিযোদ্ধা - হামিদুল হোসেন তারেক বীরবিক্রম

Citation preview